গাজীপুরের কালিয়াকৈরে গাছ কাটাকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চার চাচা গুরুতর আহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— উপজেলার বরাব এলাকার হাতেম আলী ছেলে আব্দুর রশিদ (৬০), নাশু মিয়া (৫৭), হাসেম আলী (৫২), জসিম উদ্দিন (৪২)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই চার চাচার সঙ্গে ভাতিজা ইসতিয়াক আহমেদ রুবেলের দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিলো। পরে গ্রাম্য সালিশে জমি চাচাদের বলে স্বীকৃতি পায়। ওই জমিতে কিছু মেহগনি গাছ রয়েছে। বুধবার রুবেল ওই গাছ কাটতে যায়। এতে চাচারা বাধা দিলে রুবেল ও তার বন্ধু মাসুদ রানা ধাড়ালো চাকু দিয়ে চার চাচাকে এলোপাথারি আঘাত করে গুরুতর আহত করে। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
পরে এলাকার লোকজন চাচাদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় বাসিন্দা হামিরন বেগম জানান, গাছ কাটা নিয়ে ঝগড়ার একপর্যায়ে মাসুদ রানা তাদেকে ধরে রাখে আর রুবেল চাচাদেরকে চাকু দিয়ে আঘাত করে আহত করে। এ ঘটনায় নাশু মিয়ার পেটের ভুড়ি বের হয়ে যায়।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, শুনেছি আহতরা চিকিৎধীন রয়েছেন। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ হয়নি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মানবকণ্ঠ/আরবি