ক্রিকেট

তামিম-মিঠুন ছাড়া নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা

  • অর্থবাজার প্রতিবেদন
  • প্রকাশিত ১৯ আগস্ট ২০২১

আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়া সিরিজের মতো চলতি সিরিজেও দলে নেই তামিম ইকবাল।

অস্ট্রেলিয়া সিরিজে না থাকলেও আসন্ন নিউজিল্যান্ড সিরিজে দলে ঢুকেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বাবা মা করোনা আক্রান্ত হওয়ায় জিম্বাবুয়ে সিরিজ শেষ না করেই দেশে ফিরে এসেছিলেন তিনি।

এরপর অস্ট্রেলিয়ার দেয়া শর্তের জের ধরে আর খেলা হয়নি অজিদের বিপক্ষে সিরিজে।

একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইনজুরিতে পড়া লিটন দাস ফিরেছেন স্কোয়াডে। এ ছাড়াও ডাক এসেছে তরুণ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের। বাবা মারা যাওয়ায় জিম্বাবুয়ে সিরিজের মাঝপথেই দেশে ফিরে এসেছিলেন তিনি।

এদিকে ১৯ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন লম্বা সময় ধরে সাইড বেঞ্চে বসে থাকা মোহাম্মদ মিঠুন।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাঁচ পেইসারকে নিয়ে সাজানো হয়েছে টাইগার স্কোয়াড। সেই সঙ্গে রাখা হয়েছে ৪ স্পিনারকে।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ।

আরও পড়ুন



Arthobazar