নভেল করোনাভাইরাস যুক্তরাষ্ট্রে মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে। দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন মৃত্যুর শীর্ষ কারণগুলো হিসাব করে থাকে। সংস্থাটির পরিসংখ্যানবিদরা সিএনএনকে বলেছিলেন, এ বছর মৃত্যুর ১০ কারণের মধ্যে শীর্ষে থাকা কোভিড-১৯ শেষ হবে বলে তারা আশা করছেন।
তারা বলেছেন, আমরা জানি ২০২০ সালে মৃত্যুর শীর্ষ ১০ কারণগুলোর একটি হবে কভিড-১৯। তবে পরের বছর এটা কতটা উচ্চমানের হবে তা ঠিক জানতে পারব না। হার্টের অসুখ ও ক্যান্সার যুক্তরাষ্ট্রে মৃত্যুর প্রধান দুই কারণ। প্রতি বছর দেশটিতে যত মানুষ মারা যায়, তার অর্ধেকের বেশি ঘটে এ দুই কারণে এবং এটা পরিবর্তনেরও আশা করা হয় না।
চূড়ান্ত তথ্য ক্যালেন্ডার বছরের জন্য ডেথ সার্টিফিকেটের ওপর ভিত্তি করে এ পরিসংখ্যান তৈরি করা হয়। সর্বশেষ ২০১৮ সালের যুক্তরাষ্ট্রের মৃত্যুর শীর্ষ ১০ কারণের চূড়ান্ত তথ্য পাওয়া যায়।
১. হার্টের অসুখ: ৬ লাখ ৫৫ হাজার ৩৮১ জন
২. ক্যান্সার: ৫ লাখ ৯৯ হাজার ২৭৪ জন
৩. অনিচ্ছাকৃত আঘাত: ১ লাখ ৬৭ হাজার ১২৭ জন
৪. শ্বাসকষ্টজনিত রোগ: ১ লাখ ৫৯ হাজার ৪৮৬ জন
৫. স্ট্রোক: ১ লাখ ৪৭ হাজার ৮১০ জন
৬. আলঝেইমার: ১ লাখ ২২ হাজার ১৯ জন
৭. ডাবাবেটিস: ৮৪ হাজার ৯৪৬ জন
৮. ফ্লু ও নিউমোনিয়া: ৫৯ হাজার ১২০ জন
৯. নেফ্রাইটিস
১০. আত্মহত্যা
গতকাল শুক্রবার পর্যন্ত কভিড-১৯-এ ১ লাখ ৪৬ হাজারেরও বেশি আমেরিকানের মৃত্যু হয়েছে।
সিএনএন