কোভিড টিকা উৎপাদনের জন্য চীনা কোম্পানি সিনোফার্ম ও স্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সঙ্গে সরকারের ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এবং ইনসেপ্টার চেয়ারম্যান আবদুল মুক্তাদির।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এবং ইনসেপ্টার চেয়ারম্যান আবদুল মুক্তাদির।
চুক্তি অনুযায়ী ইনসেপ্টা খুব শীঘ্রই টিকা উৎপাদন শুরু করবে।
সিনোফার্মের টিকা সংরক্ষণ করা অন্যান্য টিকার তুলনায় তুলনামূলক সহজ। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাজধানী থেকে ইউনিয়ন পর্যায়ে এই টিকার ডোজ বিতরণ করছে।