রুশ বাহিনীর বিরুদ্ধে শিগগিরই পাল্টা হামলা শুরুর জন্য ইউক্রেইনকে কীভাবে সাহায্য করা যায় তা নিয়ে যুক্তরাষ্ট্র ও নেটোর পরিকল্পনা সংক্রান্ত নথি ফাঁস হয়েছে অনলাইনে।
ইউক্রেইন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট নেটোর গোপন পরিকল্পনার নথি ফাঁস হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব নথি ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর ইউক্রেইনের নেতারা সামরিক তথ্য ফাঁস হওয়া ঠেকানোর উপায় নিয়ে আলোচনায় বসেছেন।
রুশ বাহিনীর বিরুদ্ধে এ বসন্তেই বড় ধরনের পাল্টা হামলা চালানোর পরিকল্পনা করছে ইউক্রেইন। এই হামলা চালাতে ইউক্রেইনকে কীভাবে সাহায্য করা যায় সে পরিকল্পনা করছিল যুক্তরাষ্ট্র ও নেটো। এরই গোপন কিছু নথি ফাঁস হয়েছে।
‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার জানায়, এ সপ্তাহে টুইটার এবং টেলিগ্রামে যুদ্ধ সংক্রান্ত ওইসব গোপন নথি পোস্ট হয়েছে। এই টুইটার এবং টেলিগ্রাম মূলত রাশিয়ায় ব্যাপকভাবে ব্যবহার হয়।
ইউক্রেইনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক শুক্রবার বলেছেন, “ছড়িয়ে পড়া নথির তথ্যের বেশিরভাগই মনগড়া। রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেইনের পাল্টা অভিযান নিয়ে সংশয় সৃষ্টির চেষ্টা করছে রাশিয়া।”
এদিনই ইউক্রেইনের সশস্ত্রবাহিনীর সুপ্রিম কমান্ডের সদরদপ্তরে বৈঠক করার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়। এ বৈঠকে অংশ নেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তিনি নথি ফাঁসের বিষয়ে কিছু উল্লেখ করেননি।
বৈঠকে অংশগ্রহণকারীরা ইউক্রেইনের প্রতিরক্ষা বাহিনীর পরিকল্পনা সংক্রান্ত তথ্য ফাঁস ঠেকানোর ওপর গুরুত্ব দিয়েছেন বলে জানানো হয়েছে কার্যালয় থেকে।
তবে ইউক্রেইনের মধ্যে তথ্য ফাঁস ঠেকানো নাকি পশ্চিমা মিত্রদের যাদের সঙ্গে ইউক্রেইন তথ্য বিনিময় করে, তাদের কাছ থেকে ফাঁস ঠেকানো নিয়ে আলোচনা হয়েছে তা স্পষ্ট জানা যায়নি।
‘দ্য টাইমস’ জানিয়েছে, ফাঁস হওয়া নথিতে ইউক্রেইনের হামলা কোথায় এবং কখন হবে তা বলা নেই। তবে নথি ফাঁসের ঘটনা মিত্রদেশগুলোর মধ্যে আস্থায় চিড় ধরাতে পারে। যেহেতু তাদের মধ্যে অস্ত্র সরবরাহের সময় বলে দেওয়া থাকে এবং ইউক্রেইনের সেনাদেরকে পশ্চিমারা প্রশিক্ষণও দিয়ে থাকে।