সারা দেশ

ঘড়িসারে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেছে তার স্ত্রী

  • অর্থবাজার প্রতিবেদন
  • প্রকাশিত ১৩ ডিসেম্বর ২০২১

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ লিটন মোল্যার বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন তার দ্বিতীয় স্ত্রী জোবাইদা বেগম।

গত ৭ ডিসেম্বর মঙ্গলবার শরীয়তপু জজ কোর্টের নড়িয়া উপজেলার আমলী আদালতে এ মামলাটি করেন।

বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে চেয়ারম্যান প্রার্থী লিটন মোল্যাকে গ্রেফতার করার নির্দেশ দেন।

এদিকে লিটন মোল্যা মামলার ব্যাপারে অবগত থাকা সত্ত্বেও বহাল তবিয়তে নির্বাচনের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

অপরদিকে লিটন মোল্যার বিরুদ্ধে গ্রেফতারী পরয়ানা জারী থাকলেও কি এক অদৃশ্য কারণে আইন প্রয়োগকারী সংস্থা তাকে গ্রেফতার করছে না।

শুধু তাই নয়, লিটন মোল্যার বিরুদ্ধে নির্বাচনে তথ্য গোপন করার অভিযোগও রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, পাঁচ বছর পূর্বে ঘড়িসার ইউনিয়নের রাহাপাড়া গ্রামের মনির উদ্দিন মোল্যার ছেলে লিটন মোল্যার সাথে একই গ্রামের কামাল উদ্দিনের মেয়ে জোবাইদা বেগমের বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন তাদের সংসার জীবন ভালোই কাটে। তার কিছুদিন পর থেকে যৌতুকের জন্য জোবাইদার উপর চলে অমানষিক নির্যাতন। সেই নির্যাতন থেকে রেহাই পেতেই জোবাইদা আদালতের আশ্রয় নেন।

এ ব্যাপারে জোবাইদার সাথে আলাপ কালে তিনি বলেন, আমার স্বামী লিটন মোল্যা একজন লোভী মানুষ। সে যৌতুকের জন্য প্রতিনিয়ত আমাকে শারীরিক নির্যাতন করে। আমি এই নির্যাতন থেকে বাঁচার জন্যই আইনের আশ্রয় নিয়েছি।

এ ব্যাপারে লিটন মোল্যার সাথে আলাপ কালে তিনি বলেন, নির্বাচনে আমার বিজয় সুনিশ্চিত দেখে একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যে মহিলা আমার স্ত্রী হিসেবে দাবী করছে তাকে আমি চিনি না। তার সাথে আমার কখনো বিয়ে হয়নি। রাহাপাড়া গ্রামে এই নামে কেউ নেই।

আরও পড়ুন



Arthobazar